ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পাসপোর্ট অফিসে রোহিঙ্গাসহ পাঁচজন আটক

Doinik Kumar
জুলাই ১৫, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা নাগরিক এবং দুই দালালকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে জেলা পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।
আটক রোহিঙ্গারা হলেন-মো. তৈয়বুর রহমান (২৯), পিতা: রহমত উল্লাহ, আব্দুস সোবহান (৬২), পিতা: মৃত আবুল বাশার এবং হাসিনা বেগম (৫২), স্বামী: আব্দুস সোবহান। তারা সবাই কক্সবাজার সদর উপজেলার মরিগোনা, রেংগুট এলাকার বাসিন্দা।
পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে তাদের ফরিদপুরে আনে স্থানীয় দুই দালাল-মো. রাশেদ খান (২৫), পিতা: আব্দুল হান্নান খান, গ্রাম: কুঠিবাড়ি, থানা: ফরিদপুর সদর এবং সিয়াম আহমেদ (২৭), পিতা: মোতালেব মিয়া, থানা: ফরিদপুর সদর।
সূত্র জানায়, ৩০ হাজার টাকায় পাসপোর্ট করিয়ে দেওয়ার চুক্তি হলেও রোহিঙ্গারা মাত্র ২৫ হাজার টাকা পরিশোধ করে। পরে দালাল রাশেদ অতিরিক্ত দেড় লাখ টাকা দাবি করলে দ্বন্দ্ব বাধে। এক পর্যায়ে রাশেদ খান তাদের মারধর করে আনসার সদস্যদের হাতে তুলে দেয়।
আব্দুস সোবহান দাবি করেন, তিনি ও তার স্ত্রী হাসিনা বেগম জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। তাদের দুই ছেলে নুরুল আফসার ও ওমর সৌদি প্রবাসী। ওমরা হজ ও সন্তানদের কাছে যাওয়ার উদ্দেশ্যে তারা মেয়ের জামাই তৈয়বুর রহমানের সহায়তায় পাসপোর্ট করতে আসেন। তবে ফরিদপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবু নাঈম মাসুম জানান, প্রাথমিক যাচাইয়ে আটককৃতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
ঘটনার পর রোহিঙ্গা পরিচয় পাওয়া ওই তিনজন এবং দুই দালালকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।