নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের মোড় থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত আয়োজিত মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, ফজলুল হামিদ তামিম, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক জিতু খানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতারা।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা নষ্ট করার পাঁয়তারা করছে। ছাত্রদল এই অপচেষ্টার বিরুদ্ধে সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে।” তারা সকল নেতাকর্মীদের আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ছাত্রদলের এই কর্মসূচি ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হয়।
Leave a Reply