নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ফুলসুতি বাজার থেকে ভবুকদিয়া পর্যন্ত সংযোগ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এক সময়ের চলাচলযোগ্য সড়কটি আজ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।
উক্ত সড়কটি ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় এর গুরুত্ব অপরিসীম হলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল, যার ফলে কিছু দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে পানি জমে থাকায় বর্ষা মৌসুমে সড়কটি প্রায় পুকুরে রূপ নেয়, যা যানবাহন ও পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির এমন অবস্থায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ইতোপূর্বে বেশ কয়েকজন পথচারী ও মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ বাড়ছেই। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, “এই সড়কে প্রতিদিন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী চলাচল করে। রাস্তায় বড় বড় গর্ত আর কাদার কারণে অনেক সময় পড়ে গিয়ে আহত হয়। কিন্তু দেখার যেন কেউ নেই!”
তাদের একটাই দাবি—অতি দ্রুত যেন এই সড়কের পুনঃসংস্কার ও দৃঢ় মানসম্পন্ন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তা না হলে জনদুর্ভোগ ও দুর্ঘটনা আরও বাড়বে, এমন শঙ্কা করছেন সচেতন মহল। অবিলম্বে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষের নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক বলেন, সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হবে।
Leave a Reply