নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন) আসনে আলোচনায় উঠে এসেছে একটি পোস্টার। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৈরি করা এই পোস্টারে এক ফ্রেমে দেখা গেছে তিনটি পরিচিত মুখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং পাশাপাশি রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এই পোস্টারটি ভাইরাল হয়ে গেছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
কে বা কারা পোস্টারটি তৈরি ও প্রচার করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একাংশ বলছেন, পোস্টারটি মিজানুর রহমান মোল্লার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে কেউ কেউ একে ‘ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা’ বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা দৈনিক কুমারকে বলেন,
“আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল ইচ্ছাকৃতভাবে আমার ছবি দিয়ে এই ধরনের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। আমি কখনোই নিক্সন চৌধুরী কিংবা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম না।”
ভাইরাল হওয়া পোস্টারটি নিয়ে এখন ফরিদপুরের রাজনীতিতে বাড়ছে জল্পনা-কল্পনা। নির্বাচন সামনে রেখে এরকম বিভ্রান্তিকর প্রচারনা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
