নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের প্রতিশ্রুতি দিয়েও ফলাফলে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শতভাগ পাশের নিশ্চয়তা দেয়। সেই সঙ্গে কোচিং বাণিজ্যের নামে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত এক হাজার টাকা আদায়ের অভিযোগও উঠেছে।
তবে গত ১০ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে দেখা যায়, জেনারেল শাখার ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৮৭ জন। ৫১ জন অকৃতকার্য হওয়ায় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৬৩ শতাংশে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “চলতি বছরের সার্বিক ফলাফলের মান বিবেচনায় আমরা বালিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছি। উদাহরণ হিসেবে মাসবাড়ী উচ্চ বিদ্যালয়ে ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪২ জন।”
শতভাগ পাশের প্রতিশ্রুতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের স্কুল কি ভিকারুন্নেসা নাকি? আমাদের স্কুলে এসে মিষ্টি খেয়ে যাবেন।”
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন মন্তব্য এবং বাস্তব ফলাফলের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ও হতাশা। অভিভাবকদের দাবি, শিক্ষা মানোন্নয়নের লক্ষ্য নয়, বরং বাণিজ্যিক উদ্দেশ্যেই এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
Leave a Reply