খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—“আজকালের খবর” ও “প্রতিদিনের সংবাদ” পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ফাইদুল ইসলাম এবং বাধন ইসলাম।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি সাধারণ পরিবহন ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৪১২৫) নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাংবাদিককে চাপা দেয়। এতে একজনের পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অপরজনের পাঁজর ভেঙে যায়। ঘটনার পরপরই এলাকাবাসী সাহসিকতার সঙ্গে ট্রাকটি আটক করে। পরে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। আহত দুই সাংবাদিককে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক সেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা অবিলম্বে দায়ীদের শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।
Leave a Reply