ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে জমি দখল নিয়ে বিরোধ, তদন্ত প্রতিবেদন না থাকায় ভুক্তভোগীদের ক্ষোভ

Doinik Kumar
জুলাই ১০, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সদরপুর 

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গনি বেপারীর ডাঙ্গী গ্রামে জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমির প্রকৃত মালিকানা দাবি করে এক পরিবার আদালতের আশ্রয় নিলেও প্রশাসনের তদন্ত প্রতিবেদন না থাকায় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী শাকিল বেপারী জানান, তাঁর পিতা মুজিবর রহমান বেপারী ২৭ নম্বর মুলামের ডাঙ্গী মৌজার বিএস ৪৭২, ৬৯৯ ও ১৬৯ নম্বর খতিয়ানের অধীন ৬৭৭১, ৬৭৮৩ ও ৬৭৭০ নম্বর দাগের মোট ৩৫.৭৫ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেন। তবে একই এলাকার মোয়াজ্জেম বেপারী, রেখা আক্তার, কাঞ্চনী বেগম ও ছবুরা বেগম ওই জমির একাংশ জোরপূর্বক দখলে রেখেছেন বলে অভিযোগ।

জমি রক্ষায় ২০২৩ সালে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি আবেদন (নম্বর: ৪৫৮/২০২৩) দায়ের করা হয়। আদালত সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। তবে সাত মাস পেরিয়ে গেলেও এখনো কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।

শাকিল বেপারী অভিযোগ করেন, “প্রায় সাত মাস আগে বিবাদীরা আমাদের জমির প্রায় ০.৭৫ শতাংশ জায়গা জোর করে টিনের বেড়া দিয়ে দখল করে নেয়। আমরা বাধা দিলে তারা গালিগালাজ ও হুমকি দেয়।”

তিনি আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। বরং বিবাদীরা নিয়মিত হুমকি দিয়ে জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “আমি বিষয়টি খতিয়ে দেখছি। সার্ভেয়ারের সঙ্গে কথা বলে দ্রুত প্রতিবেদন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।