রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
চোট পেয়ে ১১ মিনিটে মাঠ ছাড়লেন মেসি ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক টিটি দলের দায়িত্ব নিচ্ছেন ২৫ বছর বয়সি থাই কোচ বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার

বোচাগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭.৪৫ পিএম
  • ১৩১ জন সংবাদটি পড়েছেন

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের সফল অভিযানে জুয়া খেলার সময় পাঁচজন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করে পুলিশ।  বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বোচাগঞ্জ থানার সেতাবগঞ্জ পৌরসভার ভরড়া জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকারের নেতৃত্বে এবং সেকেন্ড অফিসার ওয়াসিম ও এসআই (নিঃ) মো. শামীম আকতার সরকারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— অখিল চন্দ্র রায় (৩২),  দুলাল রায় (৩০), মো. জয়নাল (৩৫), রিপন চন্দ্র রায় (২৪), মো. কাফি (৩৭)। তারা সকলেই বোচাগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পুরাতন ত্রিপল, তিনটি চটের বস্তা, ৫২টি খোলা তাস ও ২,০০০ টাকা নগদ অর্থ জব্দ করে। টর্চলাইটের সাহায্যে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

আটকদের বিরুদ্ধে The Public Gambling Act, 1867 এর ৩/৪ ধারায় বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং-৮, জিআর নং-৮৪) দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) মো. রেজাউল করিম।

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন—এ ধরনের জুয়া, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের পেছনে কারা ইন্ধন দিচ্ছে? তারা দাবি করেছেন, শুধু মাঠপর্যায়ের অপরাধীদের নয়, মূল হোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি এসব অপকর্মে পেছন থেকে মদদ দেওয়া ব্যক্তিদেরও শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION