ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোচাগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

Doinik Kumar
জুলাই ১০, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের সফল অভিযানে জুয়া খেলার সময় পাঁচজন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করে পুলিশ।  বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বোচাগঞ্জ থানার সেতাবগঞ্জ পৌরসভার ভরড়া জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকারের নেতৃত্বে এবং সেকেন্ড অফিসার ওয়াসিম ও এসআই (নিঃ) মো. শামীম আকতার সরকারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— অখিল চন্দ্র রায় (৩২),  দুলাল রায় (৩০), মো. জয়নাল (৩৫), রিপন চন্দ্র রায় (২৪), মো. কাফি (৩৭)। তারা সকলেই বোচাগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পুরাতন ত্রিপল, তিনটি চটের বস্তা, ৫২টি খোলা তাস ও ২,০০০ টাকা নগদ অর্থ জব্দ করে। টর্চলাইটের সাহায্যে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

আটকদের বিরুদ্ধে The Public Gambling Act, 1867 এর ৩/৪ ধারায় বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং-৮, জিআর নং-৮৪) দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) মো. রেজাউল করিম।

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন—এ ধরনের জুয়া, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের পেছনে কারা ইন্ধন দিচ্ছে? তারা দাবি করেছেন, শুধু মাঠপর্যায়ের অপরাধীদের নয়, মূল হোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি এসব অপকর্মে পেছন থেকে মদদ দেওয়া ব্যক্তিদেরও শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।