ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সেতাবগঞ্জ পৌরসভার ৩৪ কোটি ৮৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

Doinik Kumar
জুলাই ১০, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৪ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. মারুফ হাসান।

বাজেট অধিবেশনে তিনি জানান, “এই বাজেটের প্রতিটি টাকা ব্যয় হবে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত কাজ ও জনকল্যাণমূলক কার্যক্রমে।” তিনি আরও বলেন, “বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সকল নাগরিককে অনুরোধ করছি নিয়মিত পৌরকর পরিশোধের মাধ্যমে সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করুন।”

বাজেট অধিবেশন ঘিরে পৌরসভা কার্যালয়ে একটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ তৈরি হয়। অধিবেশনে আরও উপস্থিত ছিলেন- বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার, উপজেলা প্রকৌশলী হুমায়ুন করি, উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, নির্বাহী প্রকৌশলী ভরত পাল, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার, পৌর স্যানিটারি ইনস্পেক্টর ছন্দা, সদস্য সচিব মো. শামসুল আলম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

পৌর প্রশাসনের এই প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।