নিজস্ব প্রতিবেদক
ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর কার্যালয়ের উদ্যোগে ৯ জুলাই ২০২৫ তারিখে ফরিদপুর সদর উপজেলায় পরিচালিত হয় মোবাইল কোর্ট। অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করে নির্ধারিত সময়সীমা দেওয়া হয়।
অভিযান পরিচালনায় অংশ নেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী, বিএসটিআই পরিদর্শক (মেট মোঃ খালিদ হাসান, বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন।
মোবাইল কোর্টে গৃহীত ব্যবস্থা:
বিএসটিআই অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত Due, Fresh এবং White ব্র্যান্ডের স্কিন ক্রিম বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০/৩০ ধারা অনুযায়ী ফরিদপুর নিউমার্কেটের অংকিতা কসমেটিকসকে ১৫,০০০ টাকা, দাস অ্যান্ড সন্স কসমেটিকসকে একই ধরনের নিষিদ্ধ Gold ও 4K Plus স্কিন ক্রিম বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া শহরের থানা রোডের আল খালিছ মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড মিল্ক সেন্টারকে উৎপাদিত দই ও মিষ্টান্ন পণ্যের সিএম (সার্টিফিকেশন মার্ক) ও মোড়কজাত সনদ গ্রহণের জন্য এক সপ্তাহ সময় বেঁধে সতর্ক করা হয়েছে।
অতিরিক্ত কার্যক্রম:
অভিযান চলাকালে নিউমার্কেট এলাকার ফলপট্টিতে ওজন পরিমাপক যন্ত্রের সঠিকতা ও বৈধতা যাচাই করা হয়। সঠিকভাবে ভেরিফিকেশন সনদপ্রাপ্ত ব্যবসায়ীদের ধন্যবাদ ও উৎসাহ জানানো হয়।
বিএসটিআই ফরিদপুর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply