ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা নিবন্ধন ও ডিগ্রি ছাড়া ২০ বছর ধরে দাঁতের চিকিৎসা

Doinik Kumar
জুলাই ৯, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় নিবন্ধন ও প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া দীর্ঘ ২০ বছর ধরে দাঁতের চিকিৎসা সেবা দিয়ে আসা এক ভুয়া ডেন্টাল            চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে অবস্থিত নাসির ডেন্টাল ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন (৩৫)। তিনি মৃত ওলিয়ার রহমান মোল্লার ছেলে। জানা গেছে, তিনি হিসাববিজ্ঞানে স্নাতক হলেও নিজেকে দীর্ঘদিন ধরে “ডেন্টাল চিকিৎসক” পরিচয়ে পরিচিত করে আসছিলেন। তার প্রেসক্রিপশন প্যাড ও ট্রেড লাইসেন্সে “লোকাল ডেন্টাল কোর্স সম্পন্ন” এবং “দন্ত চিকিৎসক” পদবি ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।
তবে অভিযানের সময় তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর কোনো বৈধ নিবন্ধন বা স্বীকৃত ডেন্টাল ডিগ্রির সনদপত্র দেখাতে পারেননি।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির উপস্থিতিতে তাকে “ভুয়া চিকিৎসক” হিসেবে শনাক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী তাকে দণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে সাজা পরোয়ানামূলকভাবে তাকে কারাগারে পাঠানো হয় এবং সংশ্লিষ্ট ‘নাসির ডেন্টাল ক্লিনিক’ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।