নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলায় ভাঙা-ফরিদপুর মহাসড়ক সংস্কার এবং চার লেনে উন্নীত করার দাবিতে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এনামুল হাসান (ভিপি গিয়াস)। এতে বক্তব্য রাখেন আবরার নাদিম ইতু, কাজী রিয়াজ, সোহেল রানা, সাংবাদিক শ্রাবণ হাসান, ওয়ালিদ হাসান, জিহাদুল ইসলাম রত্ন, সালমান রহমান পিয়াল, আজিম মাতুব্বর, জনি শেখসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “পদ্মা সেতু চালুর পর ভাঙা-ফরিদপুর সড়কে যানবাহনের চাপ বহুগুণে বেড়ে গেছে। এর ফলে রাস্তার অবস্থা ভেঙে পড়েছে এবং চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা প্রতিদিন মানুষের প্রাণহানি ঘটাচ্ছে।”
তারা আরও বলেন, “শুধু সংস্কার নয়, এই মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। নয়তো দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।”
সভায় সর্বসম্মতভাবে আগামী ১৩ জুলাই ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং পরবর্তীতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের কথাও জানানো হয়।
সবশেষে, এ কার্যক্রমের সফল বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply