ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সেতুর অভাবে চার জেলার লাখো মানুষের ভোগান্তি

Doinik Kumar
জুলাই ৯, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকায় আত্রাই নদীর উপর একটি স্থায়ী সেতুর অভাবে চার জেলার লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখানে এখনও একটি সেতু নির্মিত হয়নি।
বর্ষাকালে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই এখানকার একমাত্র ভরসা। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে যাতায়াত করেন হাজারো কৃষক, শিক্ষার্থী, কর্মজীবী নারী-পুরুষ ও পথচারী। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান ও মোটরসাইকেল নিয়েও পার হচ্ছেন। ভরা বর্ষায় নদীতে পানি বেড়ে গেলে পুরোপুরি নির্ভর করতে হয় নৌকার ওপর। এতে করে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ সব ধরনের কার্যক্রমে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাকির হোসেন বলেন, “একটি স্থায়ী সেতু হলে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে এই অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বাণিজ্যে অভাবনীয় উন্নয়ন হবে।”
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “সেতু নির্মাণের জন্য হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি সম্পন্ন হয়েছে। প্রস্তাবনা অনুমোদিত হলে ডিজাইন ও বাজেট প্রণয়ন করা হবে।”
জানা গেছে, প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ হলে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়—এই চার জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে নতুন অর্থনৈতিক ও সামাজিক সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে আশা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর জোর দাবি—সরকার যেন দ্রুত এই সেতুর নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।