নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুরের সদরপুরে উপজেলা বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফাভাবে আহ্বায়ক কমিটি পুনঃগঠনের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে দলটির একাংশ।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দলীয় দুঃসময়ে যারা পাশে ছিল, আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে তাদের উপেক্ষা করে যারা হাইব্রিড ও সুবিধাবাদী হিসেবে পরিচিত, তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
বিক্ষোভে বক্তারা বলেন, দলের শৃঙ্খলা রক্ষা ও আগামী নির্বাচনকে সামনে রেখে ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকর্মীদের দিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে। অন্যথায় বিএনপির তৃণমূল পর্যায়ে বিভাজন আরও বাড়বে।
এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোল্যা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুবদল সভাপতি বাবুল হোসেন বাবুল।
Leave a Reply