রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার চরভদ্রাসনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন বালিয়াকান্দি পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

আদালতের নির্দেশে বেদখল জমির দখল ফিরিয়ে দিলেন সহকারী ভূমি কমিশনার

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০.৩৬ এএম
  • ৭০ জন সংবাদটি পড়েছেন
Exif_JPEG_420
নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামে আদালতের নির্দেশে মো. সিরাজুল ইসলামের বেদখল হওয়া জমির দখল ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান পুলিশের সহযোগিতায় উপস্থিত থেকে জমির দখল বুঝিয়ে দেন।
ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের সদস্যরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা লাল পতাকা (রেড ফ্ল্যাগ) নিয়ে উপস্থিত ছিলেন। দলিলপত্র যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী জমির দখল হস্তান্তর করা হয়।
মামলার বিবরণ :
জানা গেছে, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী মো. সিরাজুল ইসলামের পক্ষে তার ছেলে মো. শরিফুল ইসলাম ফরিদপুর আদালতে সিআর মামলা নং ১৪৬/২৪ (তারিখ: ১৫/০৮/২০২৪) দায়ের করেন। মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিবাদীরা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সুকৌশলে জমি জবরদখলের চেষ্টা করেন।
২০২৫ সালের ৮ মে সকাল ১০টায় প্রশাসনের অনুপস্থিতির সুযোগে বিবাদীপক্ষ প্রায় ২০-৩০ জন শ্রমিক দিয়ে সিরাজুল ইসলামের পরিবারের ভোগদখলকৃত ৫ শতাংশ জমি জবরদখল করে এবং সেখানে একটি টিনের ঘর নির্মাণ করেন।
পরবর্তীতে আদালতে বিবাদীরা অঙ্গীকারনামা দেন যে, তারা স্বেচ্ছায় উক্ত জমির স্থাপনা উচ্ছেদে কোনো আপত্তি করবেন না।
জমির অবস্থান ও ইতিহাস :
উল্লেখিত জমিটি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২১ নং বিল জুয়ারিয়া টিকরপাড়া মৌজার বিএস খতিয়ান নং ৪৭৯ এবং বিএস দাগ নং ২৬৯ এর আওতাধীন ১৩ শতাংশ জমির মধ্যে অবস্থিত। এর মধ্যে ৫ শতাংশ জমি সিরাজুল ইসলামের পরিবার প্রায় ৫৭ বছর ধরে ভোগদখল করে আসছিল। জমিটির উত্তর পাশে কামাল শেখের নামে মসজিদ এবং সংলগ্ন সড়ক রয়েছে, যা তিনি ২০২২ সালের ৩১ জুলাই ১৮৯৮ সনের রেজিস্ট্রার্ড দলিলের মাধ্যমে ক্রয় করেন।
উভয় পক্ষের বক্তব্য :
বাদী মো. শরিফুল ইসলাম বলেন, “আমরা তিন প্রজন্ম ধরে এই জমিতে বসবাস করছি। সরকার পরিবর্তনের সুযোগে একটি পক্ষ মব গঠন করে আমাদের জমি জোরপূর্বক দখল করে নেয়। আদালতের আশ্রয় নিয়ে আমরা ন্যায্য অধিকার ফিরে পেয়েছি।”
অন্যদিকে বিবাদী তবিবুর রহমান দাবি করেন, “বাদীপক্ষের দাদারা ছয় ভাই মাদ্রাসার নামে লিখে দিয়েছিল। একজন ভাই নিঃসন্তান ছিলেন। আমাদের পরিবার বহুদিন মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছে। বাদীর বাবা সুকৌশলে ৫ শতাংশ জমি জাল রেকর্ড করে নিয়েছেন, যা মাদ্রাসার মধ্যে নয়, অন্য দাগে অবস্থিত।”
প্রশাসনের বক্তব্য :
এ বিষয়ে আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী জমির দখল বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মামলাটি এখনো বিচারাধীন, তাই জমির ওপর নির্মিত ঘরটি আপাতত উচ্ছেদ করা হবে না। পূর্ণাঙ্গ রেকর্ড যাচাই শেষে আদালতে প্রতিবেদন পাঠানো হবে। কেউ আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION