নিজস্ব প্রতিবেদক, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন মোল্যা (৭২) ইন্তেকাল করেছেন। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় গোন্দারদিয়া কওমি মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং চৌকস পুলিশ দল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরাও জানাজায় অংশগ্রহণ করেন।
Leave a Reply