বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

ফরিদপুরে ওজোপাডিকো লাইন সহায়কদের মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০.৩১ এএম
  • ৩৭ জন সংবাদটি পড়েছেন
oppo_0
নিজস্ব প্রতিবেদক
ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের লাইন সহায়কদের বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, বিকলাঙ্গ শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের সদস্যদের চাকরির সুযোগ নিশ্চিত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় ফরিদপুরের গোয়ালচামট বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে ফরিদপুরসহ পাঁচটি জেলার প্রায় দুই শতাধিক শ্রমিক এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন আহ্বায়ক মাজেদ মল্লিক। এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব শাহান শেখ, ইসমাইল মাতুব্বর, শেখ মিলন, শফিকুল ইসলাম শাহীন, মো. শাওন, সিরাজ মুন্সী, ফরহাদ শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, ”আমরা দীর্ঘদিন ধরে ওজোপাডিকোতে লাইন সহায়ক হিসেবে কাজ করছি এবং জনসাধারণের সেবা দিয়ে আসছি। অথচ সম্প্রতি প্রকাশিত জনবল নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবি জানাই।”
তারা আরও বলেন, “আমাদের চাকরির জন্য বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করতে হবে। পাশাপাশি যারা কর্মরত অবস্থায় দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়েছেন তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। এছাড়া মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দিতে হবে।”
বক্তারা অবিলম্বে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন ও শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION