ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নকল ওষুধ-প্রসাধনী কারখানায় অভিযান, বিক্রয় প্রতিনিধির কারাদণ্ড

Doinik Kumar
জুলাই ৮, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে নকল ওষুধ ও প্রসাধনী প্রস্তুতকারী একটি কারখানায় যৌথবাহিনীর অভিযান চালানো হয়েছে। অভিযানকালে বিভিন্ন নামী কোম্পানির নকল পণ্য, বিএসটিআই লোগোসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্য বাজারজাত করার জন্য প্যাকেটজাত করা হচ্ছিল।
রোববার বিকেলে শহরের পশ্চিম খাবাসপুরের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী, কোতোয়ালি থানা পুলিশ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এবং জেলা ড্রাগ সুপার মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
অভিযানে কারখানার বিক্রয় প্রতিনিধি রিয়াজ শিকদার (২৬) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কারখানার মালিক মাহফুজুর রহমান শিপনের বিরুদ্ধে ওষুধ ও প্রসাধনী আইন ২০২৩-এর ১৪(১) ধারা অনুযায়ী মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।
জানা যায়, পশ্চিম খাবাসপুর মাওলানা আব্দুল আলিম সড়কের রহিমের মোড় এলাকায় জুয়েল নামের এক ব্যক্তির ভাড়া বাসায় গত নয় মাস ধরে কারখানাটি পরিচালিত হচ্ছিল। মালিক মাহফুজুর রহমান শিপন সদরপুর উপজেলার বেপারীডাঙ্গী এলাকার বাসিন্দা। অভিযানকালে তিনি পালিয়ে যান।
জেলা ড্রাগ সুপার মো. রোকনুজ্জামান জানান, অনুমোদনবিহীন এই কারখানায় চর্মরোগের ওষুধ, ব্রণের ক্রিম, শ্যাম্পু, ফেসওয়াশ, বডিওয়াশ, শিশুদের সাবানসহ বিভিন্ন প্রসাধনী প্রস্তুত করা হতো। এসব পণ্যের কোনোরকম বৈধ অনুমোদন বা গুণগত মান ছিল না। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, অবৈধভাবে পণ্য উৎপাদনের দায়ে একজনকে সাজা দেওয়া হয়েছে এবং মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কারখানার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।