ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোচাগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা শাহিনসহ ৬ জন গ্রেফতার

Doinik Kumar
জুলাই ৮, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ১নং নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান শাহিনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে ৬ জুলাই, রবিবার দিবাগত রাতে। অভিযান পরিচালনা করে বোচাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন—সুকদেবপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের পুত্র আফতাব উদ্দিন, চাঁপাইতোর মাঝাপাড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র লিটন পারভেজ, ভররা তালতলী গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র রেজাউল ইসলাম রেজা, টেনা গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র তোজামুল হক এবং চন্ডিপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র ফারুক হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে এবং তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, “ডেভিল হান্ট একটি গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান। এটি ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। মূলত সমাজে সক্রিয় দুষ্ট শক্তিকে চিহ্নিত করে দমন করাই এই অভিযানের উদ্দেশ্য।”

উল্লেখ্য, অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।