নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো নয় দিনব্যাপী রথযাত্রা উৎসবের কার্যক্রম। উল্টো রথযাত্রায় চারটি মন্দিরের রথ শহর প্রদক্ষিণ করে। প্রতিটি রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত দড়ি টানার মাধ্যমে অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ৭টায় চৌধুরী বাড়ি দুর্গা মন্দির থেকে একটি রথ যাত্রা শুরু হয়ে গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে গিয়ে পৌঁছে। সকাল ৮টা ৩০ মিনিটে শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে আরেকটি রথযাত্রা শুরু হয়ে আলিপুর ব্রিজ, লাভলু সড়ক, স্বর্ণপট্টি হয়ে পুনরায় শ্রীঅঙ্গনে ফিরে আসে।
সকাল ১০টায় গৌড় গোপাল আঙ্গিনা থেকে আরও একটি রথযাত্রা বের হয়, যা ভাঙ্গা রাস্তার মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে। এছাড়া, বিকেল ৩টা ৩০ মিনিটে ইসকনের উদ্যোগে অনুরূপ আরেকটি রথযাত্রা গৌড় গোপাল আঙ্গিনা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ব্রাহ্মণ কান্দার ব্যানার্জি বাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে রথটি পুনরায় ইসকন মন্দিরে ফিরে আসে।
রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্তবৃন্দ রথের দড়ি টানায় অংশ নেন এবং উৎসবে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ইসকনের উদ্যোগে নয় দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের শেষ দিনে শ্রী অঙ্গনে পদাবলী কীর্তন পরিবেশন করেন কিংকর বন্ধু ব্রহ্মচারী। এ সময় বিপুলসংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠান উপভোগ করেন।
Leave a Reply