বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

ফরিদপুরে ‘গ্রাম পাঠ মেলার’ উদ্বোধন

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১.৫৯ এএম
  • ৬৫ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রামে ‘গ্রাম পাঠ মেলা’ নামে একটি গ্রামীণ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (গতকাল) বেলা ১১টার দিকে বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সংগঠন ফুলকির সভাপতি অঞ্জলি বালা, সমাজসেবী আনোয়ারা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ’র উপদেষ্টা আজহারুল ইসলাম, রাসিনের প্রধান সমন্বয়কারী সিরাহ ই কবীর, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আনম ফজলুর হাদি সাব্বির, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা নূরুন্নাহার বেগম, আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।

অনুষ্ঠানে ‘নিরাপদ খাদ্য, নিরাপদ জীবন’ প্রকল্পের আওতায় ১০ জন উপকারভোগী নারীর মাঝে জৈব সার তৈরির উপকরণ (খুঁটি, টিন, রিংসহ প্রয়োজনীয় সামগ্রী) এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম বলেন, “ফরিদপুর সদরের প্রত্যন্ত বনগ্রামে আজ থেকে এই পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। তরুণ সমাজ বই বিমুখ হয়ে পড়ছিল, অনেকেই বিভিন্ন নেশায় জড়িয়ে যাচ্ছিল। তাদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করতে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে এই ‘গ্রাম পাঠ মেলা’ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION