দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার শহিদ পরিবার সদস্য মোঃ আঃ মজিদ খাঁ পুলিশের তদন্ত বিভাগ পিবিআই’র (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তিন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, পক্ষপাত এবং বিভ্রান্তিকর তদন্ত প্রতিবেদন তৈরির গুরুতর অভিযোগ তুলেছেন।
মজিদ খাঁ জানান, তার দায়েরকৃত একাধিক মামলায় (সিআর নং ৯০১/২৪, ২৪৩/২৪, ২৫৪/২৪, ২১৪৭/২৫ ও এমআর-১/২৫) গুরুত্বপূর্ণ আসামিদের ইচ্ছাকৃতভাবে রক্ষা করা হয়েছে। মামলার প্রধান আসামি মোছাঃ আশা আক্তার পিবিআই সদস্যদের সামনে পালিয়ে যাওয়ার পরও তাদের কোনো পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
অভিযোগে তিনি আরও জানান, আশা আক্তারের মা লিপি আক্তার, মিরা কাশ্মীরি ও আব্দুল মালেক প্রভাব খাটিয়ে তদন্তকে ভিন্ন পথে পরিচালিত করেছেন। পাশাপাশি, মোবাইল কললিস্ট, বার্তা ও লোকেশন তথ্যসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ ইচ্ছাকৃতভাবে উপেক্ষিত হয়েছে। পিবিআই কর্মকর্তারা তার কাছ থেকে টাকা ও কাগজপত্র দাবিও করেছেন বলে অভিযোগ ওঠেছে।
আঃ মজিদ খাঁ বলেন, “পিবিআই’র সংশ্লিষ্ট কর্মকর্তারা নারী প্রলোভন ও ঘুষ গ্রহণের বিনিময়ে তদন্ত বিকৃত করেছেন। আমি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
উল্লেখ্য, এই অভিযোগ তদন্ত বিভাগ পিবিআই’র ভাবমূর্তি ও প্রশাসনিক জবাবদিহিতার প্রতি জনমনে প্রশ্ন তোলে।
Leave a Reply