নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়া স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে আবারও উদার হাত বাড়িয়ে দিল উপজেলা প্রশাসন। গত ২ জুলাই সকালে উপজেলার এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩ শতাধিক দরিদ্র ও ক্ষতিগ্রস্ত ভ্যানচালকের মাঝে শুকনো খাবার সহায়তা বিতরণ করা হয়। প্যাকেটভুক্ত এই সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, মসুর ডাল, তেল, চিনি, লবণ এবং প্রয়োজনীয় মশলা। এই মানবিক সহায়তা কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। তিনি বলেন, “দুর্যোগে যারা সবচেয়ে বেশি কষ্টে পড়েন, আমরা চেষ্টা করছি প্রথমে তাদের পাশে দাঁড়াতে। এটি শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক কর্তব্য।” উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রমাণ করে, সহযোগিতার স্পর্শ পেলে দুর্যোগে ভেঙে পড়া মানুষের মুখেও ফিরে আসতে পারে আশার আলো।
Leave a Reply