নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে বজ্রপাতজনিত মৃত্যু রোধ ও তালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় সদর উপজেলায় প্রথম পর্যায়ে আড়াইশ’ তালগাছের চারা রোপণ করা হবে।
বুধবার বিকেল ৫টায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বিশ্বাসডাঙ্গী এলাকায় ফসলি মাঠের মধ্য দিয়ে বয়ে যাওয়া গ্রামীণ সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। উদ্বোধনী দিনে সড়কের দুই পাশে ৮০টি তালগাছের চারা রোপণ করা হয়। এ সময় অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “এই এলাকাটি বজ্রপাতপ্রবণ। মানুষের জীবন রক্ষায় তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তাই অগ্রাধিকার ভিত্তিতে এ স্থানটি বেছে নেওয়া হয়েছে। এছাড়া চরাঞ্চলের নর্থচ্যানেল, ডিক্রিরচর ও চরমাধবদিয়া ইউনিয়নেও তালগাছ রোপণের পরিকল্পনা রয়েছে। তালগাছ শুধু বজ্রপাত নিরোধেই সহায়তা করে না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার ইতিবাচক প্রভাব পড়ে ফসলের উৎপাদনেও।”
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “বজ্রপাতের সময় কৃষকরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। কৃষকদের নিরাপত্তা নিশ্চিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি ইউনিয়নে কৃষি জমির মধ্য দিয়ে বয়ে যাওয়া সড়কগুলোতে পর্যায়ক্রমে তালগাছ রোপণ করা হবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
