নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের অধিবাসী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সানামধন্য অধ্যাপক এম এ জব্বার (৭৮) ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
শুক্রবার বিকাল ৫:৪৫ তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব কুঞ্জনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ এবং হাজার হাজার মুসল্লীরা জানাযায় শরীক হোন। তাহার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ (নগরকান্দা -সালথা) সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শামা ওবায়দুল ইসলাম রিংকু ও নগরকান্দা উপজেলা জামাতের আমির ও জামাত প্রার্থী মাওলানা মোঃ সোহরাব হোসেন, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও নগরকান্দা সর্বস্তরের মানুষ তার পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
