নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা ভিত্তিক এক নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
ফরিদপুর-০২ (নগরকান্দা-সালথা) আসনের সাংসদ সদস্য প্রার্থী ও নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, মাওলানা মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী, বি এম ফজলুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফরিদপুর জেলা শাখা। তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। একটি সুশাসিত ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় সাংগঠনিকভাবে আমাদের আরও সুদৃঢ় হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফারুক হোসেন, আসন পরিচালক- ফরিদপুর-০২ ও বায়তুলমাল সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদপুর জেলা শাখা। এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত অধ্যাপক মিজানুর রহমান, অফিস সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদপুর জেলা শাখা। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কার্যকর প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সিকদার শাহাবুদ্দিন সিহাব। কর্মশালায় উপজেলার প্রতিটি ইউনিয়নের ইউনিয়ন আমীরবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply