ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সেতাবগঞ্জে আকস্মিক মৃত্যু: বন্ধুদের আড্ডায় হঠাৎ চলে গেলেন রাজীব দাস, পরিবার ও এলাকাজুড়ে শোক

Doinik Kumar
জুলাই ৫, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বনমালীপাড়া গ্রামের বাসিন্দা, মৃত রঞ্জিত দাসের পুত্র রাজীব দাস (৩৫) হঠাৎ সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমালেন। বৃহস্পতিবার দিবাগত রাতে (৩ জুলাই ২০২৫) সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন রাজীব দাস। আড্ডার মাঝেই হঠাৎ তিনি সিঁড়ির উপর পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজীবের কপাল ও হাতে আঘাতের চিহ্ন থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে বোচাগঞ্জ থানার পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরদিন শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, “মৃতের কপালে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি ইউডি (Unnatural Death) মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লিখন কুমার রায় বিষয়টি তদন্ত করছেন।

রাজীব দাসের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার এ অপ্রত্যাশিত চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।