বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত ৩, থানায় অভিযোগ

  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯.৩২ এএম
  • ৭০ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ৩ জন আহত হওয়ার খবরর পাওয়া গেছে।
থানার অভিযোগে সূত্রে জানা যায়, গত ২৫ জুন বুধবার অনুমান রাত ১০ টার সময় ইউপি সদস্য ১ নং আসামী হরি বিশ্বাস (৫২) পিতাঃ সুধীর বিশ্বাস এর নেতৃত্বে ২ নং আসামী তার ভাই অনাদি বিশ্বাস (৪০), ৩ নং আসামী রুপ কুমার মন্ডল (৫৮) পিতাঃ আদিত্য মন্ডল, ৪ নং আসামী ফটিক মন্ডল (৩৫), পিতাঃ রুপ কুমার মন্ডল সর্ব সাং বাউতিপাড়া, থানা- নগরকান্দা তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, ছ্যানদা, লোহার রড ইত্যাদি নিয়ে পরিকল্পিত ভাবে একই বাড়ি করুনা কান্ত মন্ডল এর বসত ঘরের সামনে গিয়ে জোড় হয়ে গালমন্দ শুরু করে।
সে সময় বাড়িতে থাকা লোকজন তাদের কে গালিগালাজ করতে নিষেধ করলে হরি বিশ্বাস লোকজন নিয়ে সূর্য্য মন্ডল এর ঘরে প্রবেশ করে সুর্য্য মন্ডল কে মারপিট শুরু করে এমন সময় তার বাক প্রতিবন্ধী অন্তসত্তা স্ত্রী স্বপ্না রানী মন্ডল এগিয়ে ঠেকাতে গেলে তাকে মারপিট করে ও কুপিয়ে গুরুতরভাবে আহত করে। দেবর ও তার বউকে বাচাতে শিল্পী রানী মন্ডল এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
আহতের তৎক্ষনাৎ চিকিৎসার জন্য নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সূর্য্য মন্ডলের ভাই সুজন কান্ত মন্ডল পিতাঃ  বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন।
ইউপি সদস্য হরি বিশ্বাস বলেন, তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে। এর আগেও অভিযোগ করেছিল। আমরা তাদের কে মারপিট করি নাই।গ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION