ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

Doinik Kumar
জুলাই ২, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিমের (৩৭) বিরুদ্ধে মামলা করেছে দুদক। গত বুধবার দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন। মামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স বাবদ আদায় করা ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আব্দুর রহিম আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গ্রামের আজিজুল হকের ছেলে।

অভিযোগে জানা গেছে, আউলিয়াপুকুর ইউনিয়নে ২০২২-২-২৩ অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট না করেই ৪৯টি কর ও রেইট আদায়ের বই প্রস্তুত করে চেয়ারম্যান নিজস্ব লোক দিয়ে ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা আদায় করেন। নিয়ম অনুযায়ী ওই টাকা ইউনিয়ন পরিষদের ক্যাশ রেজিস্টারে লিপিবদ্ধ না করে এবং পরিষদের ব্যাংক হিসাবে জমা প্রদান না করে তা আত্মসাত করেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদে ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য চুক্তিভিক্তিক কর্মচারী বিমল চন্দ্র দাস থাকার পরও তাঁকে দায়িত্ব না দিয়ে চেয়ারম্যান আব্দুর রহিম তাঁর মনোনীত ৯ জন ব্যক্তির মাধ্যমে ৯ লাখ ১ হাজার ১৮৯ টাকা আদায় করেন, যা ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলে জমা না দিয়ে আত্মসাত করেন। এতে তিনি দণ্ডবিধির ৪০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) অপরাধের সাথে জড়িত হয়েছেন।

দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, দুদক কোন সহযোগিতা চাইলে প্রশাসনিকভাবে সকল প্রকার সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।