খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ ধ্বংসে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার (২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায়) উপজেলার স্বপ্না নার্সারি, বোচাগঞ্জ নার্সারি সহ একাধিক নার্সারিতে এ অভিযান পরিচালিত হয়।
দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযান পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহাও উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, “বোচাগঞ্জে বর্তমানে ৩৩টি নার্সারি রয়েছে, যার মধ্যে ২২টি নার্সারি সরকারি নিবন্ধনপ্রাপ্ত। এসব নিবন্ধিত নার্সারিতে ধ্বংসকৃত ক্ষতিকর গাছের জন্য সরকার প্রতি গাছ ৪ টাকা হারে প্রণোদনা দেবে।”
সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা বলেন, “আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো খোলা বাজারে বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, “নিবন্ধনবিহীন নার্সারিগুলো কোনো প্রণোদনা পাবে না এবং তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরিবেশ রক্ষা ও টেকসই কৃষির স্বার্থে ক্ষতিকর গাছ অপসারণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
Leave a Reply