নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার, দবির উদ্দিন’র নেতৃত্বে এক স্বচ্ছ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠের উত্তর-পশ্চিম পাশে অবস্থিত পুরাতন টিনের ঘরটি গতকাল মঙ্গলবার প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
এদিন নিলাম কার্যক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সরকারি বিধি অনুসরণ করে ঘরটি সর্বোচ্চ দরদাতা কর্তৃক ১ লক্ষ ৬৮ হাজার ৩৬০ টাকায় (ভ্যাট ও আইটি সহ) বিক্রি হয়। নিলাম প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়, যা স্থানীয় প্রশাসনের সুশাসনের আরেকটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন জানান, “সরকারি সম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই নিলাম আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম স্বচ্ছভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রশাসনের এমন জনবান্ধব ও দায়বদ্ধ পদক্ষেপে জনগণের আস্থা আরও দৃঢ় হবে।
Leave a Reply