নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ স্কাউটস ফরিদপুর সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মোঃ আব্দুল মালেক মুন্সী (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের হাবেলী দয়ারামপুর গ্রামের নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি লিভার কান্সারে ভোগতে ছিলেন। মরহুমের নামাজে জানাজা ঔ দিন বাদ এশা হাবেলি দয়ারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়,পরে নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মালেক মুন্সী দীর্ঘ ৩৫ বছর ফরিদপুর জেলা স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি একজন ভালো ফুটবল খেলোয়র ও রেফারী ছিলেন। তিনি দীর্ঘদিন সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
Leave a Reply