নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন থেকে মাদক, ডাকাতি ও থানা ভাংচুরের সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জন আটক করেছে। এর মধ্যে ৫ জন রয়েছে পুলিশের সন্দেহ রয়েছে। গতকাল সোমবার গভীর রাতে প্রত্যেকের বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। দুপুরে থানা থেকে ফরিদপুর কোর্ট আদালতে সোপর্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), সজিব তালুকদার (২৪), ওবায়দুর রহমান (৩৮), সবুজ ফকির (৩৪), সাহেব আলী (২৮), কলম প্রামানিক (৪৮), ফারুক বিশ্বাস (৪১), শিবলী বিশ্বাস (৩৬)। এদের বাড়ি সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে মাদক ও থানা ভাংচুর মামলা দায়ের করেছে সদরপুর থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক মোঃ মোতাহার হোসেন।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নাজমুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে ফরিদপুর কোর্ট আদালতে সোপর্দ করা হয়েছে। সন্দেহকারীদের জিজ্ঞাসাবাদ চলছে।
Leave a Reply