নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক ও ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ‘নির্বাচনের বিরুদ্ধে দেশীয় ষড়যন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। আমরা এ ষড়যন্ত্র মোকাবিলা করে আন্দোলন করে হলেও এ দেশে নির্বাচিত সরকার আনবো। ‘তারেক রহমানের নির্দেশে দেশ অনেকদূর এগিয়ে যাবে। এ সরকার নির্বাচিত নয়। তাই দেশের সমস্যা সমাধানে একটা নির্বাচিত সরকার প্রয়োজন।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ফরিদপুর সদরের ইউসুফ মাতুববরের ডাঙ্গী এলাকার চরটেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সার সুপারিশ কার্ড বিতরণ ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তানভীর হোসেন মৃধার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান, ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়া শিথিল, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মো. লিটন মন্ডল, সদর থানা কৃষকদলের সভাপতি মো. খায়রুজ্জামান প্রমুখ।
Leave a Reply