নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ ও রোপন কাযক্রমের উদ্বোধন করেছে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম।
শনিবার দুপুরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া স্কুলে এই কর্মসুচির উদ্বোধন করেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের নিয়ে প্লাস্টিক দূষন রোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ নজরুল ইসলাম ও পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ফোরামের দপ্তর সম্পাদক মোঃ বাতেন মুন্সি, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সদর উপজেলা শাখার সভাপতি জাহিদ শরীফসহ অন্যন্য শিক্ষক নেতৃবৃন্দ।
Leave a Reply