নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের দশ হাজার গ্রামের কিশোর হাফেজ আব্দুর রাফি খান (১৪) নিখোঁজ হয়েছেন। সে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদরপুর উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. দিদার খানের ছেলে। রাফি মাদ্রাসায় পড়ুয়া কোরআনের হাফেজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) সন্ধ্যার দিকে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় রাফি। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি।
শনিবার (২৮ জুন) নিখোঁজের ঘটনায় খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাফির বাবা মো. দিদার খান।
রাফির পরিবার জানায়, কেউ যদি ছেলেটির সন্ধান পান, তাহলে ০১৭১৪৬৬৪৮২০ নম্বরে অথবা ঢাকার খিলক্ষেত থানা বা ফরিদপুরের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, একজন হাফেজ কিশোরের এমন নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা দ্রুত তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি এবং সবার কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে সহযোগিতা করুন।
Leave a Reply