নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর অপর পারের চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর মৌজার জলমহালে রবিবার ভোরে লোকমান হোসেন নামক এক জেলের বরশিতে আটক পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাআইড় মাছ। ওইদিন সকালে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারে উঠালে বাঘাআইড় মাছটি বিক্রি হয়েছে ৬২ হাজার টাকা।
তবে রবিবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বিপ্লব জানান, “ বাঘাআইড় মাছ দেশে বিলুপ্তির পথে বিধায় এ মাছটি শিকার ও বিক্রি করা আইনত নিষিদ্ধ। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর আওতায় বাঘাআইড় মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। কেউ তা অমান্য করলে এক বছর স্বশ্রম কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে। তিনি আরও জানান, আমরা সময় মতো খবর পেলে উক্ত বাজারে গিয়ে অভিযান পরিচালনা করতে পারতাম। কিন্ত মাছটি বিক্রি হওয়ার অনেক পরে জেনেছি বিধায় এখন আর কিছুই করার নাই”।
জানা যায়, উপজেলা পদ্মা নদীর চরশালেপুর মৌজার জলমহালে মোঃ লোকমান হোসেন (৩৮) নামক এক জেলে রবিবার ভোররাতে বরশি ফেলেন। প্রায় সোয়া ঘন্টা পর উক্ত বরশিতে আটকা পরে বিশাল আকৃতির এক বাঘাআইড় মাছ।
এ সময় বিশাল আকৃতির মাছের চাপে ভীষন বিপাকে পড়েন জেলে লোকমান হোসেন। পরে তার সৌরচিৎকারে অন্যান্য জেলেরা ছুটে এসে সকলের সহায়তায় পদ্মার পানি থেকে উঠানো হয় ৪২ কেজি ওজনের বাঘাআইড় মাছ। ওইদিন সকারে বিশাল আকৃতির বাঘাআইড় মাছ নিয়ে জেলে লোকমান হোসেন উপজেলার চরহাজীগঞ্জ বাজারে উঠলে হৈচৈ লেগে যায়। বাজারে উক্ত মাছর বহু কাষ্টমারের ভীর লেগে পরে। ফলে মাছটি কেটে ৩১টি ভাগা দেওয়া হয়। প্রতি ভাগা বাঘাআইড় মাছ ২ হাজার টাকা করে ৩১ ভাগা মাছ মোট ৬২ হাজার টাকায় বিক্রি হয়।
Leave a Reply