নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
জেলা বিএনপির উদ্যোগে ইতিপূর্বে যে চারটি ইউনিট কমিটি গঠন করা হয়েছিল অভিযোগের প্রেক্ষিতে সে কমিটিগুলি স্থগিত করেছিল কেন্দ্র। ওই চারটি কমিটিও ভেঙ্গে দিয়ে নতুন কর্মীসভা করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
গত ২২ জুন স্বাক্ষরিত এ নির্দেশনা সম্বলিত চিঠিটি দেওয়া হয় জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে।
চিঠিতে কেন্দ্রীয় বিএনপির চার নেতা স্বাক্ষর করেছেন। এরা হলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান। তিনি ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত দল পুনর্গঠন সংক্রান্ত সাংগঠনিক কমিটির টিম প্রধান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ এবং ফরিদপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত দুই সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান।
ওই চিঠিতে বলা হয়, গত ২১ জুন সন্ধ্যায় জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে ফরিদপুর বিভাগে দলের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের জন্য মনোনীত টিমের নেতৃবৃন্দের সাথে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের জেলাধীন সকল উপজেলা কমিটি পুনর্গঠনের উদ্দেশ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি করে সম্মেলন প্রস্তুতি কমিটি (আহ্বায়ক কমিটি) গঠন করে ১২ই জুলাই এর মধ্যে জেলার সম্মেলন গণতান্ত্রিক পদ্ধতিতে সমাপ্ত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, ইতিপূর্বে আলফাডাঙ্গা উপজেলা, আলফাডাঙ্গা পৌর, ভাঙ্গা পৌর এবং সদ্য স্থগিত প্রত্যাহারকৃত সদরপুর উপজেলার কমিটি বিলুপ্ত করে নতুন ভাবে কর্মীসভার মাধ্যমে সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হল।
প্রসঙ্গত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে একটি চিঠি দিয়ে জেলা বিএনপির আওতাধীন ইউনিটগুলির সম্মেলন শেষ করে আগামী ১২ জুলাই এর মধ্যে জেলা বিএনপির সম্মেলন আয়োজনের কথা বলেন। ১২ জুলাইয়ের মধ্যে জেলা বিএনপি’র সম্মেলন আয়োজন করতে না পারলে ভেঙ্গে দেওয়া হবে চলমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি মর্মে হুমকি দেওয়া হয় ওই চিঠিতে।
২ জুন ইস্যু করা ওই চিঠি জেলা বিএনপি নেতৃবৃন্দ পান ৯ জুন। এর পর ১৪ জুন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা আহ্বান করা হয়। ওই সভায় জেলা সম্মেলনের আয়োজনের দিন ১০ জুলাই নির্ধারণ করা হয়। পাশাপাশি আগের করা ওই চারটি ইউনিট কমিটি বাদে বাকি ১০টি ইউনিট কমিটিতে কর্মীসভার আয়োজন করে। এ কর্মীসভা আগামীকাল বুধবার (২৫ জুন) শেষ হওয়ার কথা।
চারটি ইউনিট কমিটির বিষয়ে নতুন সিদ্ধান্তের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, আগামীকাল বুধবার সদর উপজেলার কর্মীসভা আয়োজনের মধ্যে দিয়ে প্রথম ধাপের কাজ শেষ হচ্ছে। এর পর আহ্বায়ক কমিটি বসে আলফাডাঙ্গা উপজেলা, আলফাডাঙ্গা পৌর, ভাঙ্গা পৌর এবং সদ্য স্থগিত প্রত্যাহারকৃত সদরপুর উপজেলার কমিটি বিলুপ্ত করাসহ কর্মীসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
প্রস্তুতি কমিটি ঘোষণায় দীর্ঘসূত্রিতায় ক্ষোভ জেলা বিএনপির অধিনে ১৪টি ইউনিট কমিটি রয়েছে। এর মধ্যে গত ১৬ জুন সোমবার থেকে আজ ২৪ জুন মঙ্গলবার পযন্ত নয়টি ইউনিটের কর্মীসভা শেষ হয়েছে। তবে সভাস্থলেস্থলে কোন কমিটি ঘোষণা করা হয়নি। সভাস্থল থেকে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব উৎসাহীদের নাম সংগ্রহ করে নিয়ে এসেছেন। উপজেলা নেতাকর্মীদের বলা হয়েছিল তালিকা যাচাই-বাছাই করে নিবেদিতপ্রাণ ও রাজপথের লড়াকু সৈনিকদের নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দুই-এক দিনের মধ্যেই ফরিদপুর থেকে ঘোষণা দেওয়া হবে।কিন্তু গত আট দিনে কোন কমিটি গোষণা দেওয়া হয়নি।
কমিটি ঘোষণার দীর্ঘ সূত্রীতার বিষয়ে উপজেলা পযায়ের পাশাপাশি আগামী জেলা সম্মেলনে ভাল পদ প্রত্যাশীদের মধ্যে সংশয় ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
সোমবার যুবদলের কেন্দ্রীয় কমিটির ভাউস প্রেসিডেন্ট ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা মাহবুবল হাসান তার ফেসবুক আইডি (মাহবুবুল হাসান পিংকু) তে একটি পোস্ট দিয়ে বলেন, ‘‘ফরিদপুর জেলা বিএনপির সম্মেলনের লক্ষে বিভিন্ন ইউনিট কমিটি সম্মেলনস্থলে ঘোষণা না দিয়ে সময় ক্ষেপন তৃণমূল গভীর ষড়যন্ত্র মনে করছে। দ্রুত কমিটি ঘোষণার দাবি জানাই।’’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া বলেন, ২৫ জুন প্রথম পাযায়ের কর্মী সম্মেলন শেষ হবে। এর পর ধাপে ধাপে কমিটি ঘোষণা দেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী ৩০ জুনের মধ্যে কর্মীসভা শেষ হওয়া ইউনিটগুলির কমিটি ঘোষণা দেওয়া সম্ভব হতে পারে।
Leave a Reply