নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে মটর সাইকেল দুর্ঘটনায় শ্রীবাস মজুমদার (৩৮) এবং রোশেদ মোল্লা (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার মুন্সি বাজার বাইপাস সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় শহরের মুন্সি বাজার বাইপাস সড়কের বরকতের মার্কেটের সামনে মটর সাইকেল এবং জুবাইদা তেলের পাম্পের একটি ট্রাক (ঢাকা মেট্রো ঢ-৪২-০২২১) এর সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শ্রীবাস মজুমদার ঘটনাস্থলে মারা যান।
এরপর মোটরসাইকেলে থাকা মোঃ রাশেদ মোল্যা (২৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাসেদকে মৃত্যু ঘোষণা করে।
মৃত শ্রীবাস মজুমদার ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে এবং মৃত রাশেদ মোল্যা একই গ্রামের জালাল মোল্যার ছেলেন।
নিহতের লাশ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply