নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
সংযোগ সড়কে ড্রেন না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে জনদূর্ভোগের সৃষ্টি হয় ফরিদপুর পৌরসভার ২৩নং ওয়ার্ডের ১নং হাবেলি গোপালপুর বানিয়াপাড়া এলাকায়। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় আটকে পড়ে সড়কের পাশের ২০টি পরিবার। এতে করে পানি বাহিত রোগসহ নানা রোগে ভোগান্তি বাড়ে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘ সময় বৃষ্টির পানি জমে থাকায় দেখা দিতে পারে ডেঙ্গু মশার উপদ্রব।
এই এলাকায় বসবাসরত অন্তত ২০টি পরিবারের প্রায় ১০০ জন নারী, পুরুষ ও শিশুকে প্রতিদিন পানির মধ্যে দিয়েই চলাচল করতে হয়। ইতিমধ্যে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মানের জন্য পৌর প্রশাসকের নিকট লিখিত আবেদন করছে এলাকাবাসি।
স্থানীয় শেখ মোঃ আমজাদ হোসেন দৈনিক কুমারকে জানান, আমরা এখানকার ২০ টি পরিবার মহাবিপদের মধ্যে আছি। প্রতিদিন বাসা থেকে নানা কাজে বের হতে হয় পানি পারিয়ে৷ এর ফলে অনেকের হাতে পায়ে দেখা দিয়েছে চর্ম রোগ।
আজাদ হোসেন জানান, আমাদের বাচ্চাদের প্রতিদিন স্কুলে, কোচিং এ যেতে হয় পানি ডেঙ্গিয়ে। এতে ছেলে মেয়েরা প্রায় অসুস্থ থাকে।
ভুক্তভোগী মোঃ ওমর আলী জানান, প্রতিদিন পানির মধ্যে দিয়ে চলাচল করার সময় বাচ্চারা সহ অনেকেই পরে যেয়ে আঘাত প্রাপ্ত হয় কাপড় চপর নষ্ট হয়ে যায়। এসময় তারা দূরত রাস্তাটি সংস্কার ড্রেন নির্মানে দাবি জানান।
এই বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম জানান, আমাদের বরাদ্দ খুব কম, বিভিন্ন আবেদন জমা পরছে, বাজেট প্রাপ্তি সাপেক্ষে পর্যায় ক্রমে এগুলো করা হবে।
Leave a Reply