ভাঙ্গায় বিএনপির কর্মী সম্মেলনে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা
দীর্ঘ ১০ বছর পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুম এ সম্মেলন শুরু হয়।
এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য শহিদুল ইসলাম বলেন, যারা সত্যিকার অর্থে বিএনপির আদর্শ লালন করেন, তাদের জন্য আগামীতে সোনালী স্বপ্ন অপেক্ষা করছে।
তিনি বলেন, ‘ফরিদপুর -৪ ( ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে যারা সত্যিকার অর্থে বিএনপিকে ধারণ করেন, আপনাদের (বিএনপির নেতাকর্মী) আমি সম্মানীত করবো। শুধু আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তাহলে আগামীতে ফরিদপুর -৪ আসনকে কেউ আওয়ামী লীগের ঘাঁটি বলতে আর পারবে না।’
সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদরেছ আলী ইছা।
এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন। পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য খায়রুল আনাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফ নান্নু।
প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া।
সম্মেলনকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা, কর্মী ও সমর্থকরা মিছিল সহকারে সম্মেলন স্থানে আসেন।
ভাঙ্গা বিএনপির কয়েকজন নেতা ও কর্মী জানান, সর্বশেষ ২০১৫ সালের অক্টোবর মাসে ভাঙ্গা উপজেলা বিএনপির সম্মেলন হয়। ওই সম্মেলনে সভাপতি হয়েছিলেন খন্দকার ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছিলেন মুন্সী হাবিবুর রহমান।
গত ১৪ জুন কেন্দ্রীয় কমিটির নির্দেশে ফরিদপুর জেলা বিএনপি জেলার সব উপজেলার কমিটি ভেঙে দেওয়া হয়। পরে জেলা কমিটির যুগ্ম আহবায়কদের মধ্য থেকে এক এক জনকে এক এক উপজেলার কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির টিম লিডার করেন। এ কর্মী সম্মেলনের মাধ্যমে প্রতি উপজেলায় ১৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে।
Leave a Reply