নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে পুত্রবধুকে (২২) ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে শ্বশুর গণি খাঁ (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি গণি খাঁ নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খা’র পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সুত্রে জানা যায়, ওই গৃহবধুর স্বামী প্রবাসে থাকার সুযোগে ২০১৯ সালের ২০ এপ্রিল শ্বশুরের ধর্ষণের শিকার হন। এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধুর ভগ্নিপতি (বোন জামাই)।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন রাতে গৃহবধু ঘুমিয়ে থাকলে তার ঘরে প্রবেশ করে গণি খা। তখন ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধু শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারী পরীক্ষার মাধ্যমে গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হয়।
এ মামলাটি তদন্ত করেছেন ফরিদপুরের নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম খান। তিনি তদন্ত শেষে ২০২০ সালের ২০ আগস্ট গনি খাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) প্রদান করেন।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে সত্যতা নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারী কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভুইয়া জানান, এ ঘটনাটি পারিবারিক নিরাপত্তা ও সামাজিক মযাদার জন্য হুমকি স্বরূপ। এ রায়টি একটি উদাহরণ হয়ে থাকবে। এ রায়ের প্রমাণিত হয়, সমাজে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ রক্ষা পাবে না।
Leave a Reply