নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ আব্দুল জলিল, পিপিএম। এসময় তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ সহ অন্যান্য শিক্ষকমন্ডলী এবং পরীক্ষার্থীবৃন্দ।
Leave a Reply