নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার দুপুর ২টায় বিএনপি’র এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতী কমিটি গঠন করার লক্ষ্যে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট মোদাররেস আলী ইছা।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ.কে. এম কিবরিয়া স্বপন। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ঢাকা উত্তর কৃষক দলের নেতা শফিকুর রহমান মিঠু। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য এ্যাভোকেট মুহাঃ মামুন অর রশিদ মামুন।
জানা যায়, উপজেলায় প্রতিটি ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করার জন্য এ কর্মী সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্যের একটি উপজেলা সম্মেলন প্রস্তুতী কমিটি গঠন করা হবে। উক্ত উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করার পর উপজেলা সম্মেলনের আয়োজন করবেন। তবে এ বছর প্রতিটি ইউনিয়ন ও উপজেলা বিএনপি কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্ভেজাল ও ত্যাগীরা স্থান পাবেন বলে সম্মেলনে ঘোষনা দেওয়া হয়। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতন ও ব্যাবিচার সহ্য করে যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছেন তারাই বেশির ভাগ উপজেলা বিএনপি’র কমিটিতে স্থান পাবেন বলে জানা যায়।
Leave a Reply