নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দলীয় প্রভাব খাটিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের দেয়াল ভেঙ্গে রাস্তা তৈরীর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ে।
অভিযোগ সূত্রে জানাগেছে, জামালপুর ইউনিয়নের গুপ্ত লক্ষণদিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে ও ৭ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি সাইফুল ইসলাম তার অনুগত লোকজন নিয়ে রাতের অন্ধকারে বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়াল ভেঙ্গে ফেলে স্কুলের জমি দখল করে তার বাড়ি প্রবেশের রাস্তা তৈরী করে।
বিষয়টি প্রধান শিক্ষক আব্দুস সালাম ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত ভাবে জানান। এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোন প্রতিকার পাননি প্রধান শিক্ষক। সাইফুল ইসলাম কোন কিছুর তোয়াক্কা না করে তার বাড়ি যাওয়ার রাস্তায় ইটের কাজ চালিয়ে যাওয়ায় গত ১৫ জুন পুনরায় প্রশাসনকে জানান।
অবশেষে সোমবার সকালে বিদ্যালয়ের সভাপতি সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন ইউএনও সহ সংশ্লিষ্টদের কাছে। স্কুলের সভাপতি ও সমাজ সেবা কর্মকর্তা বলেন, বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়ার ও লেট্্িরন ভেঙ্গে ফেলে রাস্তার প্রস্থ বাড়িয়ে নিয়েছেন সাইফুল ইসলাম। আমি সোমবার বিষয়টি তদন্ত করে লিখিতভাবে জানিয়েছি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ইউএনও র’ কাছে।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, শুনেছি ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সীমানা নিয়ে বিরোধ আছে। বিষয়টি সহকারী কমিশনার ভূমিকে বিদ্যালয় ও স্থানীয়দের নিয়ে জমি মেপে বিরোধ নিরষণের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply