ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আরিয়াল খাঁ নদে ৬ ড্রেজার জব্দ, আটক ৩

Doinik Kumar
জুন ২৩, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

গত ২১ জুন রাতে ফরিদপুরে ভাঙ্গা-সদরপুর এলাকাধীন আরিয়াল খাঁ নদে নৌপথে যৌথ অভিযানে ৬টি অবৈধ ড্রেজার জব্দ সহ ৩ জনকে আটক করা হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আরিয়াল খাঁ নদীতে ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আরিয়াল খাঁ নদীতে বহুদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন (ড্রেজিং) চলছে।
২১ জুন রাত সাড়ে ১১টা থেকে ২২ জুন সকাল ৬টা পর্যন্ত সেনাবাহিনী, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে নৌপথে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনার ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নদী রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের তথ্য প্রাপ্তির সাথে সাথেই সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে প্রস্তুত আছে। সকল অবৈধ বালু ব্যবসায়ী ও ড্রেজার পরিচালনাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জন সাধারনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।