ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ধান ও চালের মজুদ ঠেকাতে শীঘ্রই মাঠে নামছে প্রশাসন। দেশে ধান ও চালের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে শীঘ্রই মজুদ বিরোধী অভিযান শুরু করতে যাচ্ছে প্রশাসন। কৃষক এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মজুদ রেখে বাজারে চাল ও ধানের স্বাভাবিক সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। ফলে বাজারে দাম বাড়ছে এবং সাধারণ মানুষ বিপাকে পড়ছে। এ অবস্থায় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠপর্যায়ে মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল রবিবার জেলা সমন্বয় কমিটির সভায় বক্তারা ফরিদপুর জেলায় ধান ও চালের মজুদ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
সভায় বক্তারা আরও জানান, সারা বাংলাদেশে করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। ফরিদপুরে করোনা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশে ডেঙ্গুর প্রকোপ থাকলেও ফরিদপুরের এখনো ডেঙ্গুর তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। কৃষিক্ষেত্র বিভিন্ন সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। ফরিদপুরের বেইলী ব্রিজটিকে হকার মুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে তা সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারি দপ্তরগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে হবে। এছাড়া জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী কাজ করছে বলে সভায় বগত করেন।
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার ফরিদপুরের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আজম, ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
Leave a Reply