ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় দীর্ঘ ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন

Doinik Kumar
জুন ২৩, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সালথা

দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় সালথা উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দিলা’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য আমিনুর রহমান মুছা, মোঃ মুরাদ হোসেন, কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর,  মনিরুজ্জামান হুমায়ন খান, ফরিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, এ্যাড. জাহিদ হাসান লাভলু, সাবেক সাংগঠণিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, হাবিবুর রহমান হাবিব, মোঃ রাশেদ মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.আজিজুর রহমান লিটন সহ বিএনপির হাজারো নেতাকর্মীবৃন্দ।
কর্মী সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
জেলা নেতারা আরো বলেন, দীর্ঘদিন যারা দল করতে গিয়ে কারা নির্যাতিত হয়েছেন। দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন আওয়ামীলীগের সাথে কোন আতাত করে চলেননি তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।