খান মো্ঃ আঃ মজিদ দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ঈশানিয়া ইউনিয়নের দকচাই মোড়ে বেকারির মালবাহী একটি পাগলু (ত্রিচক্রযান) ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহীসহ দু’জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বেকারির মাল নিয়ে আসা একটি পাগলু ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দকচাই মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply