ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর বড়মাঠে আত্মহত্যার চেষ্টা: তরুণী হাসপাতালে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

Doinik Kumar
জুন ২৩, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

আজ দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বড়মাঠে ঘটে গেল এক হৃদয়বিদারক ও উদ্বেগজনক ঘটনা। দুপুরের দিকে, সবার চোখের সামনেই এক তরুণী নিজেই নিজের জীবনের ইতি টানার চেষ্টা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি আচরণে অস্বাভাবিকতা প্রকাশ করছিল এবং এক পর্যায়ে জীবন শেষ করার উদ্দেশ্যে চরম পদক্ষেপ নেয়। ঘটনাটি নজরে পড়ে মাঠে অবস্থান করা কিছু সচেতন যুবকের। তারা দ্রুত সাহসিকতা দেখিয়ে ৯৯৯-এ কল করেন।

খবর পাওয়া মাত্রই দিনাজপুর কোতোয়ালি থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। তাকে সঙ্গে সঙ্গে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তরুণীর শারীরিক অবস্থা সংকটজনক, তবে তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

উদ্ধারকৃত তরুণীর কোনো জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন বা আত্মহত্যার কারণ সংবলিত চিরকুট পাওয়া যায়নি। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিবার বা আত্মীয়স্বজনের সন্ধানে চেষ্টা চলছে।

মাঠে অবস্থানরত যেসব যুবক সাহস ও বিচক্ষণতা দেখিয়ে মেয়েটির জীবন বাঁচাতে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে শহরের সচেতন মহল। এই ঘটনা প্রমাণ করে, একটি ফোন কল, একটুখানি সচেতনতা কারো জীবন বাঁচাতে পারে।

এই তরুণী সম্পর্কে যদি কারো কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে দিনাজপুর কোতোয়ালি থানায় সরাসরি যোগাযোগ করুন।

কেউ যদি চরম মানসিক চাপ, বিষণ্নতা বা হতাশার মধ্যে থাকেন, অনুগ্রহ করে পরিবারের সঙ্গে কথা বলুন, বন্ধুকে জানান, অথবা চিকিৎসকের পরামর্শ নিন। জীবন অত্যন্ত মূল্যবান—সমস্যার সমাধান আছে, মৃত্যু কোনো পথ নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।